Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অধ্যক্ষের কার্যালয়

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট

নওগাঁ।

www.npi.gov.bd

npi21064@gmail.com

 

স্মারক নং-৫৭.০৩.৬৪৬০.৩০১.৯৯.০২৭.২১-২৫৫                          তারিখঃ ২৪/০৬/২০২১ খ্রিঃ

 

অত্র প্রতিষ্ঠানের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা (২০২১-২২) এর বিষয় সমূহঃ

 

১। ছাত্র-ছাত্রী ড্রেস পরে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া।

২। তাত্বিক ও ব্যবহারিক ক্লাসের হোম ওয়ার্ক অর্থাৎ বাড়ীর কাজ সম্পন্ন করা।

৩। সহকর্মী ও সহপাঠীদের  সাথে ভালো ব্যবহার করা।

৪। প্রতিষ্ঠানে অবস্থানের সময় ব্যতিত যে স্থানে বসবাস করে  সেখানে রুমমেট/প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করা।

৫। শিক্ষার পাশাপাশি সৎ চরিত্রবান হওয়া।

৬। প্রতিষ্ঠানে সততা ষ্টোর আছে যা করোনার কারণে বন্ধ আছে তা আবার ক্লাস শুরু হওয়ার পর পুনরায় চালু করা।

৭। সহকর্মী ও সহপাঠী ছাত্রী/ অন্য কোন মহিলাকে ইভটিজিং না করা।

৮। প্রতিদিন ধর্মের নির্দেশিত নিয়ম অনুসারে  ইবাদত করা।

৯। অসহায়দের পাশে দাড়ানো।

১০। প্রতিদিন পাঠ্যবই নিয়ে পড়তে বসা।

১১। পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন মূলক/উপদেশ মুলক বই পড়া।

১২। ধুমপান ও মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য হতে দূরে  থাকা।

১৩। মাদকদ্রব্য সেবনকারী ছাত্র/ছাত্রীদের  চিহ্নিতকরণ এবং  তাদের কে ধুমপান/মাদকদ্রব্য সেবনের অপকারিতা বিষয়ে সচেতন

     করা এবং তাদেরকে ধুমপান/মাদকদ্রব্য হতে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মোটিভেশন করা।

১৪। সৎ সঙ্গী নির্বাচন করে বন্ধু হিসাবে গ্রহণ করা।

১৫। সময় অপচয় না করা।

১৬। স্বচ্ছতা ও জবাবদিহিতা ।

১৭। কার্যোত্তর রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করা।

 

উপরোক্ত বিষয় সমূহের উপর  প্রতি মাসের ২৫-৩০ তারিখের মধ্যে জেনারেল মিটিং এ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন, মাদক বিরোধী প্রচারণা ও নৈতিকতা বিষয়ে শিক্ষকদের নিয়ে আলোচনা করা হবে যাতে করে প্রতিটি ক্লাসে শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের উপরোক্ত বিষয়সমূহ পর্যায়ক্রমে অবগত করতে পারেন।

 

উল্লেখ্য যে, প্রতিষ্ঠানে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

 

 

 

        স্বাক্ষরিত/

   মোহাঃ আব্দুর রকিব

         অধ্যক্ষ

      নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট

                 নওগাঁ।

          ফোন নং-০৭৪১-৬২০৭০

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অধ্যক্ষের কার্যালয়

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট

নওগাঁ।

www.npi.gov.bd

npi21064@gmail.com

 

স্মারক নং-৫৭.০৩.৬৪৬০.৩০১.৯৯.০২৭.২১-২৫৬                                 তারিখঃ ২৪/০৬/২০২১ খ্রিঃ

 

অত্র প্রতিষ্ঠানের সুশাসন প্রতিষ্ঠা ও কর্ম-পরিবেশ উন্নয়ন কর্মপরিকল্পনা (২০২১-২২) এর বিষয় সমূহঃ

 

১। অধিনস্তদের প্রতিটি কাজ ও নীতি বাস্তবায়নের জন্য মনিটরিং নিশ্চিত করা।

২। মাদক/ধুমপান মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা।

৩। ক্লাশ মনিটরিং করা।

৪। সুশাসন প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানের সকল স্তরের জনবলের অংশগ্রহণ নিশ্চিত করা।

৫। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

 

কর্ম-পরিবেশ উন্নয়ন কর্মপরিকল্পনাঃ

 

১। স্বাস্থ্য বিধি অনুসরণ পুর্বক অফিস পরিচালনা  করা।

২। প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছনা বৃদ্ধি করা।

৩। সকল কর্মচারী নিজরুমে অবস্থান করে অফিসিয়াল কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করা।

৪। প্রতিষ্ঠানের অকেজো মালামাল যথা নিয়মে বিনষ্ট করা।

 

 

 

 

 

              স্বাক্ষরিত/

          মোহাঃ আব্দুর রকিব

               অধ্যক্ষ

  নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট

                নওগাঁ।

     ফোন নং-০৭৪১-৬২০৭০